রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলায় ফের ত্রাসের আবহ? হদিশ মিলল তিন করোনা আক্রান্তের

Kaushik Roy | ২৪ মে ২০২৫ ১৬ : ০৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ১ এবং দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দু’জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। দেশে নতুন করে ইতিমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে ২৭। তার মধ্যে এবার বাংলাতেও হানা দিল করোনার ওমিক্রন ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার হাসপাতালে দুই রোগীর করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাটের ২ নম্বর ব্লকের উত্তর রাধানগর খাঁ পাড়া এলাকার বছর কুড়ির এক মহিলা ও ঈশ্বরীপুর এলাকার এক কিশোরের শরীরে ছড়িয়েছে সংক্রমণ। মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল তাঁদের।

মগরাহাট গ্রামীণ হাসপাতালে দুজন চিকিৎসা করাতে এলে তাদের শ্বাসকষ্ট ও সর্দি-কাশি সংক্রমণ দেখে মগরাহাট গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা করোনা পরীক্ষার জন্য তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠান। সেখানে কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। দুই আক্রান্তেরই শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের।

এই বিষয়ে মগরাহাট গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ চিকিৎসক হীরক রায় বলেন, 'সর্দি কাশি দু'জন রোগী মগরাহাট গ্রামীণ হাসপাতালে আউটডোরে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। ওদের নমুনা পরীক্ষা করানোর জন্য আমরা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠাই। সেখানে তাঁদের করোনা ধরা পড়েছে। ইতিমধ্যেই ওদের চিকিৎসা শুরু হয়েছে এবং আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। দু'জনেই সম্পূর্ণ সুস্থ ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রেখেছি।'

অন্যদিকে, কলকাতাতেও এক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, রাজ্যের হাসপাতালগুলিতে বেড এবং জরুরি চিকিৎসা সামগ্রী, অক্সিজেন, ভ্যাকসিন প্রস্তুত রাখতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ৩১২ জন। ইতিমধ্যেই মারা গেছে দু’জন। তার মধ্যে গত শুক্রবার গুজরাটে ২০ মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরল, পাঞ্জাব, বেঙ্গালুরুতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো গাইডলাইন জারি করা হয়েছে। সব হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার।

প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং–এর জন্য যেন পাঠানো হয় লোকনায়ক হাসপাতালে। নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য।  পড়শি রাজ্য হরিয়ানায় করোনা বাড়ছে দেখে সতর্ক পাঞ্জাবও। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড.‌ বলবীর সিং সমস্ত হাসপাতালগুলিতে নির্দেশ দিয়েছেন, করোনার উপসর্গ থাকলেই পরীক্ষা করাতে হবে। আর ধরা পড়লে ওই রোগীর পরিবারকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে পাঞ্জাবে আসা মানুষদের জন্যও আলাদা অ্যাডভাইজারি জারি করা হবে বলে জানানো হয়েছে।


নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

সোশ্যাল মিডিয়া